মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Rahool Mukherjee: ‘ক্লাসের বাইরে শাস্তি’ পাওয়া পরিচালকের সমর্থনকারীদের একহাত নিলেন রাণা, জবাবে ‘শক্তিগড়ের ল্যাংচা’র কথা কেন তুললেন নির্দেশক রাজর্ষি দে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুলাই ২০২৪ ১৯ : ২৬Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ফেডারেশনের দেওয়া ‘শাস্তি’ অনুযায়ী আগামী তিন মাস পরিচালনার কাজে যুক্ত থাকতে পারবেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায়। এইমুহূর্তে রাহুল মুখোপাধ্যায়ের উপর ফেডারেশনের সেই নিষেধাজ্ঞা নিয়ে জোর গলায় প্রশ্ন তুলেছে টলিপাড়ার প্রথম সারির পরিচালকেরা। তালিকায় রয়েছে রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুজিত রিনো দত্ত, অনীক দত্ত, অরিন্দম শীল, রাজা চন্দের মতো জনপ্রিয় বাংলা পরিচালকেরা।মঙ্গলবার ফেডারেশনের ওয়ার্কিং কমিটি এবং এগজিকিউটিভ কমিটির দীর্ঘ জরুরি বৈঠকও চলে। এই প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছেন রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনা করার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আপাতত তা বহাল থাকবে। বৃহস্পতিবার সমস্ত গিল্ডকে নিয়ে আবারও জরুরি বৈঠক ডাকা হয়েছে। ফের বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এসভিএফ প্রযোজনার চলতি বছরে পুজোর ছবির দায়িত্ব ন্যস্ত ছিল রাহুলের উপর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে আপাতত তৈরি হতে চলা সেই ছবির পরিচালনার দায়িত্বভার অপর্ন করা হয়েছে শমীক হালদারের উপর। তবে পরিচালনায় রাহুল না থাকলেও এই ছবি থেকে একেবারে বাদ নন তিনি। পরিচালনা না করতে পারলেও, ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব সামলাবেন রাহুল। এই খবর ঘোষণা করা হল এসভিএফ-এর তরফে।

এই রাহুল মুখোপাধ্যায়-ফেডারেশনের দ্বন্দের মাঝখানে ফেডারেশনের উদ্দেশ্যে একটু অন্যরকম প্রশ্ন ছুড়ে দিলেন পরিচালক রাজর্ষি দে। সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি-“যে ছবিগুলো মাঝপথে বন্ধ হয়ে যায় এবং সেই কারণে অনেক টেকনিসিয়ান (সিনিয়র এবং জুনিয়র),অনেক অভিনেতা অভিনেত্রীরা পারিশ্রমিক পান না বা ধরুন ছবির শুটিং শেষ-অক্লান্ত পরিশ্রম করলেন অভিনেতা অভিনেত্রীরা এবং সব টেকনিসিয়ান নিয়ে (guild এর সব নিয়ম মেনে) কিন্তু ছবিটি রিলিজ হলো না বা পোস্ট প্রোডাকশন শেষ হলো না। সেই প্রযোজকই আবার নতুন ছবি করলেন, শেষ করলেন এবং রিলিজ করলেন। কিন্তু আগের ছবির পারিশ্রমিক কেউ পেলেন না। সেই প্রযোজকদের কী হবে? সেই ছবিগুলোরই বা কি হবে? বাক্স বা বস্তায় ভরে শক্তিগড়ের ল্যাংচার মতো একদিন মাটির নীচে চলে যাবে?”  
 
এবার ফেডারেশনের পাশে থেকে এই পরিচালকদের একহাত নিলেন ‘জাতিস্মর’ ছবি খ্যাত প্রযোজক রাণা সরকার। বরাবরই রাহুল মুখোপাধ্যায়-ফেডারেশনের দ্বন্দে তিনি দ্বিতীয় পক্ষ অবলম্বন করেছেন, অবশ্যই রাহুলের প্রতি 'সহমর্মিতা' জানিয়ে। তিনি স্পষ্ট ভাষায় সমাজমাধ্যমে লিখেছেন, “সাসপেন্ডেড ডিরেক্টরের পক্ষে আসলে কেউ নেই, ওটা একটা ইস্যু মাত্র। যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্ব প্রতিবাদে সর্ব হয়েছেন সেটাআসলে এসভিএফ-এর গুডবুকে থাকার প্রয়াস”। পাশাপাশি আরও লেখেন, “যারা প্রতিবাদ করছে নামকরা ব্যক্তিত্ব সবাই এসভিএফ-এর সঙ্গে কাজের সূত্রে যুক্ত অথবা যুক্ত হওয়ার অদম্য ইচ্ছে আছে। আসলে তাঁরা এসভিএফ-এর পাশে দাঁড়িয়েছে, রাহুল মুখার্জির পাশে নয়”। এরপরেই খানিক বাঁকা সুরে তিনি লেখেন, “সবচেয়ে ভালো হয় একটা এসভিএফ ফেডারেশন তৈরি হোক। আমরা সবাই সেই ফেডারেশনের সঙ্গে কাজ করব”।

রাণা সরকারের এই পোস্টের পরেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। লেখেন, “আমরা পরিচালকরা প্রাথমিক সহমর্মিতায় যে যা লিখেছি সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নিজেদের মতো ইন্টারপ্রেট করে নানারকমের খবর হচ্ছে ও হবে। এটা একান্তই সিনেমা জগতের ভেতরকার টানাপোড়েন"। পোস্টের একেবারে শেষে তাঁর সংযোজন, “...ক্লাসের বাইরে শাস্তি দিয়ে বের করে দেওয়া অনুজ সহকর্মীর কাজের পর্যালোচনা করব...কারণ শিল্পীকে ব্যান করা না গৌরবের, না কাঙ্খিত। এই বিষয়টাকে আপাতত প্রাইভেসি দিন। পরিচালকদের কিছু বলার থাকলে সিনিয়র কেউ ঠিক লিখে বা ডেকে সবটা জানাবেন…”।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



07 24